Tista Express Logo
ঢাকাশুক্রবার , ১৯ নভেম্বর ২০২১
 1. Active
 2. অন্যান্য
 3. অপরাধ
 4. অর্থনীতি
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. করোনাভাইরাস
 9. কৃষি ও প্রকৃতি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. গণমাধ্যম
 13. জবস
 14. জাতীয়
 15. জেলা/উপজেলা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বাস চাপায় ৬ জনের মৃত্যু, পলাতক বাসচালক আটক

মাসুম লুমেন
নভেম্বর ১৯, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত হওয়ার ঘটনায় পলাতক বাসচালক সোলায়মান আলীকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বগুড়ার মোকামতলা থেকেই তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে ফাঁসিতলা এলাকায় ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহন একটি যাত্রীবাহী  অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুখু মিয়া (৬৫), সোহাগ (২২) ও আশরাফ মিয়ার (৬০) মৃত্যু হয়। তারা সবাই অটোরিকশার যাত্রী।

পরে গুরুতর আহত অটোরিকশার যাত্রী রিপন মিয়া (৩২), সুজন (৪০), খোকন (৩৮), সিদ্দিক (৪০) ও মাজেদুল ইসলামকে (৩৮) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে রিপন, সুজন ও খোকনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর থেকেই হানিফ পরিবহনের চালক ও হেলপার পলাতক ছিলেন। পরে বাসচালক সোলায়মান আলীকে বগুড়ার মোকামতলা থেকে গ্রেফতার করলেও হেলপারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।