Tista Express Logo
ঢাকাবুধবার , ১৪ জুলাই ২০২১
 1. অন্যান্য
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. করোনাভাইরাস
 8. কৃষি ও প্রকৃতি
 9. ক্যাম্পাস
 10. খেলাধুলা
 11. গণমাধ্যম
 12. জবস
 13. জাতীয়
 14. জেলা/উপজেলা
 15. টপ টেন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পাসের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে ইবি

এম বি রিয়াদ, ইবি প্রতিনিধি
জুলাই ১৪, ২০২১ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

আটকে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বাড়ি পৌঁছাতে নিজস্ব বাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের তালিকার ভিত্তিতে ২/৩ দিনে বিভিন্ন রুটে বাস পরিচালনা করা হবে। রুট চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় এক জরুরী সভায় এ সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী শুক্রবার থেকে পাঁচটি রুটে ক্যাম্পাসের নিজস্ব গাড়িতে করে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানো শুরু হবে।

সূত্র মতে, করোনা মহামারিতে ক্যাম্পাসের পার্শবর্তী এলাকা ও কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌছে দেবার দাবিতে গত ৭ জুলাই প্রশাসনের কাছে স্বারকলিপি দেয় শাখা ছাত্রমৈত্রী। দাবির বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু করে। ১২ জুলাই তথ্য সংগ্রহ শেষ হয়। পরে তা বিশ্লেষণ করে বুধবার সন্ধ্যায় ৫টি রুটে গাড়ি দেবার সিন্ধান্ত গ্রহন করা হয়। এতে আগামী ১৬ জুলাই শুক্রবার থেকে রংপুর, রাজশাহী, গাবতলী (ঢাকা), খুলনা ও ফরিতপুর রুটে ক্যাম্পাসের নিজস্ব গাড়িতে করে শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমরা মানবিক কারণে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করলাম। ৫টি রুটে গাড়ি পরিচালনার নীতিগত সিন্ধান্ত নেয়া হয়েছে। দুই দিনে এই রুটগুলোতে গাড়ি পরিচালনা করবে। কোন রুটে, কখন থেকে গাড়ি চলবে সব বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে তথ্য প্রকাশ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।