Tista Express Logo
ঢাকাশনিবার , ১০ জুলাই ২০২১
 1. অন্যান্য
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. করোনাভাইরাস
 8. কৃষি ও প্রকৃতি
 9. ক্যাম্পাস
 10. খেলাধুলা
 11. গণমাধ্যম
 12. জবস
 13. জাতীয়
 14. জেলা/উপজেলা
 15. টপ টেন
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রাম উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন

রাকিব হোসেন
জুলাই ১০, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর আজ শনিবার দুপরে পাটগ্রাম  উপজেলা প্রশাসনিক ভবন ও হল রুমের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি লালমনিরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।
পাটগ্রাম উপজেলার সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে নানা পদক্ষেপ গ্রহন যুগোপযোগী সিদ্ধান্ত নিতে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে কর্মকর্তা- কর্মচারীগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
এ সময় তিনি বলেন, বর্তমান বাংলাদেশের করোনা মহামারী আকার ধারণ করেছে। আমাদের সকলকে সচেতন থেকে জনগণের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন,অবশ্যই জনগণকে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে।কারন মাস্ক হচ্ছে করোনা প্রতিরোধের প্রধান ও প্রথম হাতিয়ার।
এসময়  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম সাইফুল ইসলাম ,পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পূর্ণ চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন লিপু , জেলা আ’লীগ সদস্য অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, আব্দুল ওহাব, আবু তালেব, খোরশেদ রেজা, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা আক্তার সহ দলীয় নেতা- কর্মীগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।