Tista Express Logo
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১
 1. অন্যান্য
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. করোনাভাইরাস
 8. কৃষি ও প্রকৃতি
 9. ক্যাম্পাস
 10. খেলাধুলা
 11. গণমাধ্যম
 12. জবস
 13. জাতীয়
 14. জেলা/উপজেলা
 15. টপ টেন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় র‍্যাবের জালে মাদক কারবারি আটক

মাসুম লুমেন
জুলাই ১৫, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

একের পর এক সফল মাদকবিরোধী অভিযান চালিয়ে গাইবান্ধাকে মাদকমুক্ত রাখতে ব্যাপক ভূমিকা পালন করছে র‍্যাব-১৩ সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্প।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জুলাই) গভির রাতে গোবিন্দগঞ্জ থানার অধীনে রংপুর-বগুড়া মাহাসড়কের অভিরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিল ও ৯২ বোতল এমকে ডিলসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৩।

আটক শরিফুল ইসলাম গাজিপুর জেলার মধ্যপাড়া গ্রামের লতিফ মিয়ার ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা এর ফ্লাইট লেফটেন্যান্ট ( মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এর নেতৃত্বে র‌্যাব ১৩’র একটি চৌকষ দল গোবিন্দগঞ্জের অভিরামপুর বাজারস্থ রংপুর-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল ও ৯২ বোতল এমকে ডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।