Tista Express Logo
ঢাকাসোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১
 1. Active
 2. অন্যান্য
 3. অপরাধ
 4. অর্থনীতি
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. করোনাভাইরাস
 9. কৃষি ও প্রকৃতি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. গণমাধ্যম
 13. জবস
 14. জাতীয়
 15. জেলা/উপজেলা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ ময়েজ উদ্দীনের ৩৭তম শাহাদাত বার্ষিকী পালন

মারুফ হাসান, কালীগঞ্জ
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

২৭শে সেপ্টেম্বর কালীগঞ্জের জাতীয় বীর শহীদ ময়েজ উদ্দিনের ৩৭ তম শাহাদাত বার্ষিকী । এই দিন শহীদ ময়েজ উদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৯.০০ টার সময় মেহের আফরোজ চুমকি (এমপি) কালীগঞ্জের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ ময়েজ উদ্দিনের বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করেন ।
সেখান থেকে এসে ১১.৩০ মিনিটে কালীগঞ্জ উপজেলার সামনে শহীদ ময়েজ উদ্দিনের মরালে ফুল দেন । এরপর দুপুর ০১.০০টায় শহীদ ময়েজ উদ্দিনের নিজ গ্রাম নোয়াপাড়ায় শহীদ ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয় । এবং বিকেল ০৪.০০টায় দেওপাড়া শহীদ ময়েজ উদ্দিন ফেরিঘাট ঈদগাহ ময়দানে দোয়া ও তবারক বিতরনের  মধ্য দিয়ে শহীদ ময়েজ উদ্দিনের ৩৭ তম শাহাদাত বার্ষিকীর কার্যক্রমটি শেষ হয় ।
এ সময় প্রতিটি অনুষ্ঠান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ময়েজ উদ্দিনের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি । উক্ত অনুষ্ঠানগুলোতে শহীদ ময়েজ উদ্দিন এর স্মরণে দোয়া এবং তবারক বিতরণ করা হয় ।
এদিকে  এই দিন দুপুরে জামালপুর ইউনিয়ন পরিষদে খায়রুল আলম চেয়ারম্যান এর সভাপতিত্বে শহীদ ময়েজ উদ্দিন এর স্মরণে দোয়া ও তবারক বিতরণ করা হয় ।
এছাড়া কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড গুলিতে শহীদ ময়েজ উদ্দিনের শহীদি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ করা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।