Tista Express Logo
ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
 1. Active
 2. অন্যান্য
 3. অপরাধ
 4. অর্থনীতি
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. করোনাভাইরাস
 9. কৃষি ও প্রকৃতি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. গণমাধ্যম
 13. জবস
 14. জাতীয়
 15. জেলা/উপজেলা
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে দুধ দিচ্ছে ৪০দিন বয়সী বকনা বাছুর!

মাসুম লুমেন
অক্টোবর ১০, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধায় মাত্র ৪০ দিন বয়সী একটি বকনা বাছুরের দুধ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামে।

জানা যায়, গত ১লা সেপ্টেম্বর কিশামত সর্বানন্দ গ্রামের জনৈক আফসার আলীর বাড়িতে একটি বিদেশী জাতের গরু থেকে একটি বকনা বাছুর জন্ম নেয়। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে বাছুরটির ওলানে দুধ আসে। কৌতূহলবশত গাভীর মালিক আফসার আলী বাছুরটির ওলান থেকে বাট ধরে টান দিলে অল্প পরিমাণে দুধ আসতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে লোকজন বাছুরটিকে একনজর দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছে।

আফসার আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে গাভি পালন করি। ১লা সেপ্টেম্বর আমার পালিত গাভির একটি বাছুর হয়। আর সেই বাছুরকে লালন-পালন করে আসছি। জন্মের কয়েকদিন পর বাছুরকে গোসল করাতে গেলে গরুটির দুধের বাঁট ফোলা দেখে ধারণা করি, বাছুরটির বাঁটে দুধ জমেছে। তাৎক্ষণিক গরুটির ওলান থেকে দুধ সংগ্রহ করি’।

স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, ‘সাধারণত যে গাভী বাচ্চা জন্ম দেয়, সেই গাভীই দুধ দিয়ে থাকে। অল্প বয়সি বাছুরটি দুধ দেয়, এটা একটা ব‌্যতিক্রমী ঘটনা। অনেকেই বিষয়টি শুনে আশ্চর্য হয়েছেন। তাই প্রতিবেশীরা এ দৃশ্য দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মাসুদার রহমান  জানান, অক্সিটোসিন হরমন যদি বেড়ে যায় তাহলে এরকম বকনা গরু থেকে দুধ আসতে পারে। তবে এত কম বয়সী বাছুরের ওলান তৈরি হওয়ার বিষয়টি আশ্চর্যের বটে। এ ব্যাপারে খোঁজ খবর নিবেন বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।