Tista Express Logo
ঢাকাশুক্রবার , ৫ নভেম্বর ২০২১
 1. Active
 2. অন্যান্য
 3. অপরাধ
 4. অর্থনীতি
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. করোনাভাইরাস
 9. কৃষি ও প্রকৃতি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. গণমাধ্যম
 13. জবস
 14. জাতীয়
 15. জেলা/উপজেলা
আজকের সর্বশেষ সবখবর

বাস ছিনতাইকালে দুর্ঘটনার কবলে ছিনতাইকারী!

তিস্তা এক্সপ্রেস
নভেম্বর ৫, ২০২১ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ঢাকাগামী ‘শাহ-ফতেহ-আলী’ নামে একটি নৈশ কোচ ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে ছিনতাইকারী স্বয়ং নিজেই! পরে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরের আগে বোনারপাড়া চৌরাস্তার পাশে মাস্টার পাড়া তিন মাথার মোড়ে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারী আব্দুল হাকিম (২৫) লালমনিরহাটের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান মুঠোফোনে বলেন, ‘ধর্মঘটের কারণে উপজেলা চত্বরে মসজিদের পাশে বাসটি পার্কিং করে ড্রাইভার ও হেলপার নাস্তা করতে গিয়েছিলেন। এসময় ভুলবশত গাড়িতেই চাবি রেখে নেমে যান তারা। বিষয়টি লক্ষ্য করে ছিনতাইকারী ওই যুবক। পরে সে বাসটি স্টার্ট দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে’।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি আশপাশের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে উত্তেজিত জনতা ছিনতাইকারীকে কিছুটা উত্তমমধ্যম দিয়ে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে’। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।