Tista Express Logo
ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
 1. Active
 2. অন্যান্য
 3. অপরাধ
 4. অর্থনীতি
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. করোনাভাইরাস
 9. কৃষি ও প্রকৃতি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. গণমাধ্যম
 13. জবস
 14. জাতীয়
 15. জেলা/উপজেলা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা সদর ইউপি নির্বাচনে চলছে ভোট গণনা

মাসুম লুমেন
নভেম্বর ১১, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার ১৩টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে। সকাল ৮টায় নির্ধারিত সময়ে সকল ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। এখন চলছে ভোট গণনা।

তাৎক্ষণিকভাবে কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটারদের ভাল উপস্থিত দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি সংখ্যা উল্লেখযোগ্য ছিল।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১২টি ইউনিয়নে ব্যালট পেপার এবং একটিতে ইভিএম এর মাধ্যমে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলার ১শ’ ২০টি কেন্দ্রে ব্যালট ও ৯টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নিয়েছেন নির্বাচন কমিশন।

এবারে ১৩টি ইউনিয়নের নির্বাচনে মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষতি নারী সদস্য ২শ’ ৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫শ’ ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে মোট প্রার্থী ৯শ’ ৮ জন। এ নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১শ’ ৪৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।