Tista Express Logo
ঢাকাবুধবার , ৭ জুলাই ২০২১
 1. Active
 2. অন্যান্য
 3. অপরাধ
 4. অর্থনীতি
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. করোনাভাইরাস
 9. কৃষি ও প্রকৃতি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. গণমাধ্যম
 13. জবস
 14. জাতীয়
 15. জেলা/উপজেলা
আজকের সর্বশেষ সবখবর

মহারাষ্ট্র সরকার দিলীপ কুমার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানায় ( ভিডিও)

স্টাফ রিপোর্টার
জুলাই ৭, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

মহারাষ্ট্র সরকারদিলীপ কুমার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানায় । জাতীয় পতাকায় মোড়া হয় তাঁর মরদেহ। গান স্যালুটের মাধ্যমে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ।শেষ যাত্রায়  ভারতীয় সিনেমার কিংবদন্তী দিলীপ কুমার । বুধবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর ।তাঁর মৃত্যুতে গভীর শোকে বিহ্বল গোটা বলিউড । বি-টাউনের তারকারা একের পর এক তাঁর বাড়িতে শেষশ্রদ্ধা জানাতে আসেন । সোশ্যাল মিডিয়া ভেসে যায় শোকবার্তায় ।মহারাষ্ট্র সরকার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানায় । জাতীয় পতাকায় মোড়া হয় তাঁর মরদেহ। গান স্যালুটের মাধ্যমে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় । বিকেল ৫টায় সান্তাক্রুজ কবরস্থানে তাঁর মরদেহ শায়িত করা হবে । আদতে পাকিস্তানের বাসিন্দা দিলীপ কুমারের প্রকৃত নাম ছিল ইউসুফ খান । বাড়ি থেকে পালিয়ে এসে প্রথমে স্যান্ডুইচের দোকান খুলেছিলেন তিনি । এরপর ভাগ্য তাঁকে খ্যাতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয় । পঞ্চাশ ও ষাটের দশকে বলিউড দাপিয়ে বেড়িয়েছেন তি

১৯৫৬ সালে প্রথমবার তিনি ‘দাগ’ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান । তারপর ৮টি ফিল্ম ফেয়ার পেয়েছিলেন তিনি । ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন। তিনি ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত হন। ২০১১ সালে শাহরুখ খান একমাত্র তাঁর এই রেকর্ড ছুঁতে পেরেছেন । তাঁর ঝুলিতে রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড, ভারতীয় সিনেমায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য । ১৯৯১ সালে পদ্মভূষণে সম্মানিত হন দিলীপ কুমার । ১৯৯৪ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান । ২০১৫ পদ্মবিভূষণে সম্মানিত হন বর্ষীয়ান অভিনেতা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।