Tista Express Logo
ঢাকাবৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১
 1. Active
 2. অন্যান্য
 3. অপরাধ
 4. অর্থনীতি
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. করোনাভাইরাস
 9. কৃষি ও প্রকৃতি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. গণমাধ্যম
 13. জবস
 14. জাতীয়
 15. জেলা/উপজেলা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতা লিখন হত্যার ঘটনায় উত্তাল গাইবান্ধা

তিস্তা এক্সপ্রেস
আগস্ট ৫, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা লিখন হত্যার প্রতিবাদে হত্যাকারিদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৫ টার দিকে গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে নিহত লিখনের জানাযা শেষে ফেরার পথে বিক্ষুব্ধ জনতার একটি অংশ শহরের হর্কাস মার্কেট এলাকায় অভিযুক্তর ফলের দোকানে অগ্নি সংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে বিক্ষুব্ধ জনতা শহরের সাদুল্যাপুর মোড়ে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভের চেষ্টা করলে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে গতকাল বুধবার (৪ আগস্ট) দুপুরের দিকে লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় ডেভিড কোম্পানি পাড়া নিবাসী শরিফের দোকানে আম কিনতে যায়। আম কেনার সময় শরীফের সাথে বাকবিতণ্ডা হয় লিখনের। পরে লিখন বাড়িতে আম রেখে এসে শরীফের সাথে সামান্য হাতাহাতি হলে স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়। এরপর সন্ধ্যার দিকে লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরীফসহ আরও কয়েকজন মিলে লিখনকে মারপিট করে। এতে গুরুতর আহত হয় লিখন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।