Tista Express Logo
ঢাকারবিবার , ১ আগস্ট ২০২১
 1. Active
 2. অন্যান্য
 3. অপরাধ
 4. অর্থনীতি
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. করোনাভাইরাস
 9. কৃষি ও প্রকৃতি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. গণমাধ্যম
 13. জবস
 14. জাতীয়
 15. জেলা/উপজেলা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেল ৭০০ শ্রমিক

তিস্তা এক্সপ্রেস
আগস্ট ১, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

টানা লকডাউনের কারণে গাইবান্ধায় কর্মহীন হয়ে পড়া ৭০০ জন পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১ আগস্ট) বিকেল ৫টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের উদ্যোগে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক মো. আবদুল মতিনসহ উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাদশা মিয়া, সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিল প্রমুখ।

এ সময় স্টেডিয়ামে উপস্থিত পরিবহন শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। তিনি বলেন, ‘আপনাদের পাশে সবসময় সরকার আছে এবং থাকবে’। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের জন্য এমন কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বলেন, ‘দীর্ঘদিন গাড়ি চলাচল বন্ধ থাকায় গাইবান্ধা সদর এলাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পরিবহন শ্রমিকরা। তাদের কথা ভেবেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগেও গত ১১ই জুলাই ৪০০ জন পরিবহন শ্রমিককে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য উপহার পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিদিন এমন এমন পরিবারের লোকজন খাদ্য সহায়তা চায়, যারা আগে স্বচ্ছল ছিলেন। খুব গোপনে তাদেরকেও নিয়মিত খাদ্য উপহার পৌঁছে দেওয়া হচ্ছে’। তাছাড়া করোনায় বিপর্যস্ত যেকোনো কর্মহীন পরিবারকে সহায়তা করতে সদর উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।