Tista Express Logo
ঢাকামঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১
 1. Active
 2. অন্যান্য
 3. অপরাধ
 4. অর্থনীতি
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. করোনাভাইরাস
 9. কৃষি ও প্রকৃতি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. গণমাধ্যম
 13. জবস
 14. জাতীয়
 15. জেলা/উপজেলা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ডেপুটি স্পিকারের সুস্থতা কামনায় দোয়া ও বীর মুক্তিযোদ্ধাদের চেক বিতরণ

মাসুম লুমেন
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৩:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজঃ

গাইবান্ধার সাঘাটায় ডেপুটি স্পিকার, সাংসদ ও প্রবীণ রাজনীতিবিদ এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৩ই সেপ্টেম্বর) সকাল ১১টায় সাঘাটার বোনারপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ এর চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। অনুষ্ঠানের আহবায়ক যুবলীগ নেতা নাছিরুল আলম স্বপনের সঞ্চালনায় জাতীয় সংসদ এর মাননীয় ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড ফজলের রাব্বী মিয়া এমপি’র ভার্চুয়াল বক্তব্যসহ অনুষ্ঠানে উপস্থিত সকলের নিকট তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা উপস্থিত সকলের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এছাড়া আগামী দিনের সাঘাটা অঞ্চলকে আরও উন্নত ও মানুষের জন্য বেশি বেশি সহযোগিতা করার চেষ্টা করবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা  আব্দুর রউফ তালুকদার, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোনারপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী মিয়া।

বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, জেলা পরিষদ সদস্য মো. শামছুজ্জোহা, শাখাওয়াত হোসেন, বোনারপাড়া ফারি থানার ইনচার্জ এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, ফুলছড়ি উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র, সাঘাটা উপজেলা সমাজ সেবা অফিসার আবু সুফিয়ান প্রমুখ।

মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ করছেন আয়াউর রহমান সরকার আতা        ছবি-তিস্তা এক্সপ্রেস

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, বোনারপাড়া জামে মসজিদ এর প্রেস ইমাম ও অধ্যক্ষ মতিউর রহমান। পরে বিশেষ অতিথিসহ সাঘাটা উপজেলা বীর মুক্তিযোদ্ধা, আওয়ামিলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের  উপস্থিতিতে প্রধান অতিথি আতাউর রহমান সরকার আতা সাঘাটা উপজেলার ৮০জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করেন।

মাসুম লুমেন/তিস্তা এক্সপ্রেস

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।