Tista Express Logo
ঢাকাসোমবার , ৫ জুলাই ২০২১
 1. অন্যান্য
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. করোনাভাইরাস
 8. কৃষি ও প্রকৃতি
 9. ক্যাম্পাস
 10. খেলাধুলা
 11. গণমাধ্যম
 12. জবস
 13. জাতীয়
 14. জেলা/উপজেলা
 15. টপ টেন
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অনিশ্চিত তামিম

স্পোর্টস ডেস্ক
জুলাই ৫, ২০২১ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল।

এই চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঝপথেই খেলা ছেড়ে দেন তিনি।

সূত্র জানিয়েছে, রোববার জিম্বাবুয়ের একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নেমেছিলেন তামিম। এতে তার পুরনো চোট আরও বেড়ে গেছে। ফলে তামিমকে নিয়ে শঙ্কা আছে গোটা সফরজুড়েই।

বাংলাদেশের ড্যাশিং ওপেনারের হাঁটুর ব্যথাটা অনেক পুরনো। ডিপিএলে প্রথম রাউন্ডে খেলার সময় সেই চোটেই আঘাত পান তামিম। জিম্বাবুয়ে সফরের কথা মাথায় রেখে তাকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল তখন।

গত ৩ জুলাই ১৫ দিন পার হয়। এর পরও তামিমকে নিয়ে দল ঝুঁকি নিতে চায়নি। তাই প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন বাঁহাতি এ ব্যাটসম্যান। তাতে উল্টো বিপদই ঘটেছে। বোঝা গেল চোটমুক্ত হননি ওয়ানডে অধিনায়ক।

তামিমের চোট নিয়ে গত ১ জুলাই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছিলেন—‘তার চোট পুরোপুরি ঠিক হয়নি। আমরা তাকে বিশ্রাম নিতে বলেছি। বিশ্রাম মানে এই নয় যে, শুয়ে-বসে কাটাতে হবে। মাঠে যাবে, ব্যাটিং অনুশীলন করবে, রানিংও করবে। যদি তাতে সমস্যা হয়, তা হলে বিশ্রামে থাকবে। এ বিষয়ে আমরা ইতিবাচক। তবে এর মধ্যে সেরে না উঠলে তার বিশ্রামের মেয়াদ আরও বাড়ানো হবে।’

সঙ্গতকারণেই তামিমকে আরও বেশ কয়েক দিন বিশ্রামে রাখা হতে পারে। তাতে ৭ জুলাইয়ের একমাত্র টেস্টে তামিমের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।