Tista Express Logo
ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১
 1. Active
 2. অন্যান্য
 3. অপরাধ
 4. অর্থনীতি
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. করোনাভাইরাস
 9. কৃষি ও প্রকৃতি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. গণমাধ্যম
 13. জবস
 14. জাতীয়
 15. জেলা/উপজেলা
আজকের সর্বশেষ সবখবর

কত দামে পেতে পারেন নতুন আইফোন ১৩!

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

আইফোন ১৩ সিরিজের চারটি মডেল নিয়ে আসছে অ্যাপল। জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার স্ট্রিমিং ইভেন্টে সম্ভবত ফোনগুলো লঞ্চ করা হবে।

অ্যাপলের যেকোনো ফোনের দাম নিয়ে বিশ্বব্যাপী একটা কৌতূহল দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে দাম যাতে প্রকাশ না হতে পারে সেজন্য অত্যন্ত সতর্ক অবস্থানে ছিল অ্যাপল কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হল না। অ্যাপল হাব নামের একটি ব্লগিং সাইট সাইট দাবি করছে, বাজারে আসার আগেই আইফোন ১৩ সিরিজের দাম প্রকাশ করে দিয়েছে।

কত দামে পেতে পারেন নতুন আইফোন ১৩!
অ্যাপল হাব জানিয়েছে, আইফোন ১৩ মিনি ফোনটির দাম হতে পারে ৬৯৯ মার্কিন ডলার। আইফোন ১৩-এর দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার। আইফোন ১৩ প্রো-এর দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার। আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনটির দাম হতে পারে ১,০৯৯ মার্কিন ডলার।

আইফোন-১৪ সিরিজের মধ্যে ১৩ প্রো ম্যাক্স-এ সবচেয়ে বেশি সুবিধা রয়েছে। এটিতে সম্ভবত থাকতে পারে ৬.৭ ইঞ্চি ওএলইডি ১২০ হাটর্জ ডিসপ্লে। আইফোন ১৩ ফোনটিতে থাকতে পারে ৬.১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। প্রতিটি ফোনেই থাকতে পারে এ১৫ বায়োনিক চিপসেট এবং ৫জি সুবিধা।

আইফোন ১৩ প্রো ম্যাক্স-এ থাকতে পারে ১ টেরাবাইট স্টোরেজের সুবিধা এবং ২৫ ওয়াট-এর ফাস্ট চার্জিং প্রযুক্তি। নতুন এ মডেলের ফোনোর অপেক্ষায় রয়েছেন আইফোনপ্রেমীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।